ABP[ Ananda LIVE: ঢোলাহাটের ঘটনার পর থেকে বারবার আলোচনায় আসছে খাদিকুল বিস্ফোরণকাণ্ড। এক্ষেত্রে চন্দ্রকান্ত বণিকের মতো, খাদিকুলের ভানু বাগও আগে গ্রেফতার হয়েছিলেন, পরে ছাড়া পেয়ে ফের বেআইনি ব্য়বসা শুরু করেন। সেদিনও আমরা জোরালো প্রশ্ন তুলেছিলাম, যে পুলিশ তাহলে কী করছিল!